আজকে যে কথা শুদ্ধশ্রুতি,
যে সুর প্রাণেতে মধুর অতি।
বহুকাল পরে, এমনি কি রবে
এ কথা বলবে, এ সুর শুনবে
হাসবে, কাঁদবে, বলবে, ভাববে
আজকের মত করে
অথবা কোথেকে নতুন এসে
দাঁড়াবে চোখের দ্বারে।
একি ভ্রান্ত কল্প চিন্তায় এসে থাকে?
অথবা কি হবে বদলালে যুগ, শত বর্ষের বাদে!
সংস্কৃতি, জীবন, রীতি লক্ষ কোটি রূপে
সকলই কি তবে, এমনি মরবে নতুন যুগের হাতে।
যে আবেগে আজ চক্ষু ভেজাই
চন্দ্র পোহাই, অনুভব করি প্রাণে।
সে আবেগ তবে কোন রূপ নেব?
কোথায় লুকাবে সে ক্ষণে?
বৃহৎ শহর, সভ্য নগর, মুঠোর আধুনিকতা।
সব ভুলে ঠায়, নতুন পাতায় শুরু কি হইবে কথা?