ভালোবাসি
এবং ভালোবাসি।
ভালোবাসি, প্রভাতের স্বর্ণজ্জল আলোর মত জ্যোতি নিয়ে।
তীব্র রোদে, অনাকাঙ্ক্ষিত মেঘের মত ছায়া দিয়ে।
ভালোবাসি, আলতো হাওয়ার শুনশান এক বিকেল মেখে,
ভালোবাসি, স্বল্প মাইনের বেহিসেবি খরচে।


ভালোবাসি, দূরপাল্লার পথিকের এক দণ্ডের বিশ্রামে,
ভালোবাসি, ঘুমের শরীরে রাখা সবটুকু নিষ্পাপে।
আরো ভালোবাসি।
যে ভালোবাসা এর আগে কেউ কোনদিন অনুভব করেনি,
অথবা অনুভব করার মত সাহস করেনি।
সে ভালোবাসা আমি তোমায় দেবো।
সে ভালোবাসায় পর্যন্ত, এতদিন, ততদিন, এতটুকু বলে কিছু থাকবে না।
সুতরাং ভালোবাসি,
মৃত্যুও আর রোধ করতে পারবে না, এ চির প্রণয়ের পথ।
কবরের বুকে জন্মিত সবুজ তৃণে, তোমার পুনর্জন্ম হবে!
ভালোবাসা সাদরে গ্রহণ করে তুমি হবে, চির প্রণয়ের চির সবুজ।