তুমি চাইলে আমি কবি হবো ।
বেশ-ভূষায়, চলা-বলার আদিখ্যেতায়,
একদৃষ্টিতে চাহনির নিঃসঙ্গতায় ।
স্বল্প মাইনের গৃহকর্তার মত, রং জ্বলা একটা পাঞ্জাবী থাকবে আমার,
দেয়ালে অবহেলায় ঝুলতে থাকা থলে’টা আমি কাঁধে তুলে নেবো অবলীলায়।
চেনা-অচেনা প্রত্যেক ফুটপাতে থাকবে আমার অলস পায়ের ছাপ!
তুমি একটু বিরহ দিলে, আমি কবি হবো
কবিত্বের রস-বোধ অনুভব করতে পারবো ।
আমার পুষ্য অজস্র শৃঙ্খল আমি ভুলে যাবো ,
ধুলোর তখমায় আমার আর আপত্তি থাকবে না।
নষ্ট ডায়ালের ঘড়িটা তখন ভীষণ প্রিয় হবে আমার,
লজ্জাটুকু বিনিময় করে নেবো নির্লজ্জের সাথে,
হিতাহিত বোধ, দেবো সরল-সিধে মনোভাব।
তুমি চাইলে, আমি কবি হতে প্রস্তুত।
তুমি চাইলে, শব্দের স্রোতে ভরে উঠবে কাগজের প্রথম পাতা।