শুকনো, পঁচা-গলা অথবা মৃতের গর্ভে,
কতটা চিত্তচাঁচল্য আছো?
অথবা বেশ আছো চিত্তচাঞ্চল্যে, যেমনটা তোমার থাকার কথা ছিলো।
সাধারণ চোখ তোমায় উপেক্ষা করে প্রতিনিয়ত,
তুমি যখন শালিকের নখের আঁচড়ে,
চিলের ঠোঁটে কিংবা অন্য কোন প্রাণীর ক্ষুধা নিবারকে।
সাধারণ চোখ, মস্তিষ্ক তোমায় বুঝতে পারে না।
শুকনো, মৃতের জরায়ু চিরে তুমি কখনো ভূমিষ্ঠ হও আলোর বুকে,
কখনো মাটির তলায় হও নির্বাসিত,
কখনো আত্মসমর্পণ করো, তুমি লোভী আঙ্গুলের মুঠোয়।
তুমি বুঝি অনেক ভয়ের? অনেক ঘৃণার?
আপাতদৃষ্টি তো তাই দেখে।
পৃথিবীর এক আদিলগ্ন থেকে তুমি মানুষের উপকার-অপকারের সাথে মিশ্রিত।
তুমি কত রূপে, কত বর্ণে ছড়িয়ে আছো।
পৃথিবীর সৌন্দর্য রক্ষায় হয়তো তুমি অবদান রেখে চলেছ,
সাদা কালো চোখের অজান্তে, চিন্তার আরো ঊর্ধ্বে।