অগণিত সন্ধ্যা হতে একটি সন্ধ্যা আমায় তুলে দাও!
আমি জানালার চোখে পর্দা এলিয়ে, সন্ধ্যার রং এনে দেবো।
একমুঠো রজনীগন্ধার শরীর শিহরিত করবো, ছিটে জলে।
নিস্তব্ধ অন্ধকারে নিঃশ্বাসের শব্দ যখন আরো স্পষ্ট,
তখন হঠাৎ করেই প্রভাত আনবো, মোমের আলোয়।
তোমার নিষ্পাপ চোখ,
কেবল দেখবে আমার আহ্লাদীপনা।
সন্ধ্যার সকল আয়োজন অনুভব করবে, এক অপরিচিত হাতের ছোঁয়া।
বুক-শেলফে জমা, ময়লার শরীরে অপরিচিত ফুঁ,
মেঝের যত্রেতত্রে অপরিচিত পায়ের ছাপ।
রান্নাঘরে অপরিচিত কণ্ঠের আওয়াজ, চা খাবে, না কফি?
তুমি আহ্লাদে আমায় জড়িয়ে নেবে।
ততক্ষণে চায়ের গরম জল ফুটে ফুটে বাষ্পে ফুরিয়ে যাবে।