চিরদিন আমি চেয়েছি তারে,
এ চিলেকোঠার দ্বারে।
তার হাতে যেন কড়া বেজে চলে
নিত্য আমার ঘরে।
অগোছালো মোর ঘর, পালঙ্ক
জঞ্জাল ভরা মেঝে।
নিভৃতে সে যেন গুছায়ে যাবে
ক্ষাণিক সুযোগ খুঁজে।
মোর শূন্য থালায়, অন্ন আনিবে
আঁচলের তলে করি।
নিত্য বিদায়ে বিদায় জানাবে
জানালার সীমা ধরি।
নিশ্চুপে সে আসিবে যেন
মোর ঘরে আধো রাতে,
বলবে হেসে, চাঁদ পোহাতে এসেছি তোমার সাথে।
মোমের আলোয় যতটুকু যাবে দেখা,
মুক্তোর মত জ্বলবে যেন
সে হাসির রূপরেখা।
কথায় কথায় রাত্রি বাড়িবে
নিঝঝুম চারিধার,
অপলক এ দৃষ্টিকথন তবু নয় ফুরাবার।
চিরদিন আমি এ প্রণয় চাই!
চিরদিন চাই তারে!
অস্ফুট প্রেম হৃদয়ে পালিতে,
আমি চাই প্রতিবারে!