নদীর কূল যে এত দূরে থাকে!
নদীর জলে যে এত ঢেউ থাকে!
দু চোখ ভরে দেখা হয়নি কখনো।
কৃতজ্ঞ তোমাতে কিরণ মাঝি
তুমি আমায় নদী দেখালে।
যান্ত্রিকতার ভীরে এতবড় আকাশ দেখা হয়নি বহুকাল!
তার শেষ সীমা কোথায় মিলেছে,
চোখ ধেয়ে তা খুঁজে পাওয়া মুশকিল।
কৃতজ্ঞ তোমাতে কিরণ মাঝি
তুমি আমায় আকাশ দেখালে।
এতটা গুরুত্ব নিয়ে দেখা হয়নি সন্ধ্যা নামা ক্ষণ!
উঁচু উঁচু দেয়ালের ওপাশে,
কিভাবে ঢাকা পরে তেজী সূর্যটা!
আলোর অভাবে,
এ মুল্লুক ধীর পায়ে দখল করে; আঁধারের আবছায়া।
কৃতজ্ঞ তোমাতে কিরণ মাঝি
তুমি আমায় সন্ধ্যা দেখালে।