অবিরাম কোন মুখ ভেসে ওঠে প্রাণে!
ব্যস্ত অথবা অবসর নির্জনে।
কোন মুখ বলে একান্ত কানে কথা!
শোনায়, উষ্ণ প্রেমের বৃহৎ স্বপ্নগাঁথা।
কোন মুখে থাকে ছড়িয়ে এতটা মায়া!
অতীতের কাছে যা কিছু জমা, তাহাতেই তার ছায়া।
কোন চোখ রয়, অপলক এ পানে চেয়ে!
আমার আমির সবটুকু যেন সে চোখের মাঝে ছেয়ে।
কোন চোখ কাঁদে আমারে করিতে সুখি!
যতদূর যাই শুধু ছায়া পাই, অশ্বত্থ নাহি দেখি।
কোন প্রাণ জাগে আমারে ভাবিতে রোজ!
এ প্রাণ জাগিয়া পায়নি তবে কি-সে মুখ, চোখের খোঁজ!