জল দিয়ে ঘর হয়?
মেঝে হয়? জানালা হয়?
তুমি অকপটে বলে চললে!
তবে একটা ঘর বানাবো ঝর্ণার তলায়,
ঝর্ণার জল দিয়ে।
পাহাড়ের খুব কাছাকাছি,
সবুজ তারুণ্য হবে প্রতিবেশী।
ঘরের চাল বেঁয়ে নামবে ঝর্ণার স্রোত!!
ঝর্ণার ঝুম ঝুম শব্দের সাথে হবে কথোপকথন।
সূর্য, চাঁদ আমার ঘর’কে দিবে এক অনন্য বৈচিত্র্য রূপ।
সূর্যের হলদে আলোয় আমার ঘর হবে কাঁচা সোনা!
চাঁদের শুভ্রতায় হবে হীরের প্রাসাদ!!
আমার জলঘরে নিত্য আপ্যায়ন থাকবে প্রকৃতির।
আমার জলঘর, আত্মীয়তার পরম বন্ধনে আবদ্ধ হবে প্রকৃতির সাথে।
আমি যেন আজন্মের বাসিন্দা হবো, সে জলঘরের!!