এই দিন আর নাও ফিরিতে পারে!
তোমার আমার মুখ চাওয়া চাওয়ি,
সন্ধ্যা নদীর পাড়ে।
এই বেলা আর কোন বেলার মাঝে,
কোনদিন আর আসিবেনা হয়তো
বিকেল গড়ানো সাঁঝে।
এই বয়সে, এই মেজাজে, এই পোশাকে
কোন দিন আর থাকিবো না কারো অপেক্ষাতে!
এই পায়ে জোড় এমনই করি আর,
থাকিবে না পায়ে বাড়িলে বয়স ভার।
যেই শয্যায় দেহ না রাখিতে চাই,
কোনদিন হয়তো সে শয্যায়
মেখে রবো পুরোটাই।
এইদিন হয়তো কোন একদিন হয়ে
ফিরবে দ্বারে,
মোরে না চেনার ভান করে!
সেইদিন বুঝি এইদিন হতে দূরে।
তাই রহিয়াছি মুখ চাওয়া চাওয়ি করে।
চিরচেনা এই সন্ধ্যা নদীর তীরে!