এ রজনী হোক দীর্ঘ আরো,
স্মরণে আসুক মৃত্যুর শোক।
জিকিরে-ফিকিরে হৃদয় গলুক
অনুতাপে হোক নয়ন স্রোত।
মোনাজাতে হোক কলরব, খোদা!
দুরুদ সালামে, হে নবী গো!
ঘুমন্ত কলব জেগে উঠুক আজ,
পবিত্রতা দেখুক আরো।
হৃদয়ে জমুক ভ্রাতিত্ববোধ একে অন্যের প্রতি,
অসহায়ের দুঃখ দেখিতে, বাড়ুক চক্ষু জ্যোতি।
ইবাদতে হোক মশগুল সবে,
পাপী-তাপী যত আছে।
নিজেরে সঁপিয়া ডাকুক খোদারে,
ক্ষমা যেন ধারে কাছে।
উঠুক ধ্বনি ঘিরে এ রজনী, ক্ষমা করো দয়াময়!!
ক্ষমা না করিলে এ পাপীর দল, যাবে কার দরজায়?
সালাতে সালাতে মশগুল হোক কুল-কায়নাত ছাড়ি,
ফেরেশতাগণ হিসেব লিখুক, নেক আমল করে ভারী।
সাক্ষী থাকুক বরাত রজনী,
আজকে হইতে যেন
ইবাদত মোর টুটিয়া না যায়,
বিপথে না যাই কোনো!