বঙ্গের নদীকূলে বঙ্গীয় সুবাতাস,
মনদোলে! কাশফুলে
কি শোভা! আহা কি শোভা!
বটশাখে বনলতা, উঁচু শির ধরে রয়।
পাখিদের ঠোঁট হতে লাল ফল ঝরে যায়।
কি শোভা! আহা কি শোভা!
শাপলার দিঘি মাতে কচিকাঁচা শিশুতে,
ন্যাড়া মাথা ভরে যায় শাপলার সাদাতে।
কি শোভা! আহা কি শোভা!
বিশ্রামে বায়ু টানে দুপুরের মাঝিগণ,
তামাকের ফুঁ যেন ও প্রাণের প্রিয় ক্ষণ।
কি শোভা! আহা কি শোভা!
বোশেখের ঘন হাওয়া, বোশেখের বৃক্ষে
আম, জাম ঝরে বেশ ও হাওয়ার নৃত্যে।
কি শোভা! আহা কি শোভা!
শিশুগণ পাঠে দোলে, সন্ধ্যার উঠোনে
চাঁদ দোলে সাথে সাথে সামনে ও পেছনে।
কি শোভা! আহা কি শোভা!
কলাপাতা ঘেরা গাঁয়, যতদূর চোখ যায়
বাংলার রূপ জুড়ে, কি শোভা! আহা কি শোভা!