কয়কাল আর এমনি করে একলা রবি?
বিরহকে মনের তলে সঙ্গ দিবি!
তুচ্ছ নিবি!
দূরকে ছুঁয়ে জাত বিকিয়ে ছিন্ন হবি!
না হয় তারে প্রেম সঁপিলি, পুষ্প মেখে
না হয় তোরে চাইলো তাহার সকল সুখে!
তোর গন্ধে, রন্ধ্রে রন্ধ্রে তৃপ্ত হয়ে
না হয় তোরে ছুঁড়লো, সে জন অবজ্ঞাতে!
কি হয় তাতে?
কিইবা হবে এ প্রভাতে?
আলো আছে! দিব্যি আলো প্রভাত ভেদে!
মরণরে আর ডাকিসনে তুই বুজি কয়ে।
কতক আছে, পাঠ করিতে চাইবে তোরে!
চাইবে তোরে, পাঁজর ধরে অন্ধকারে!
তখন নতুন করে লজ্জা নিবি লাল শাড়ীতে।
চাঁদ পোহাবি, সুখ পোহাবি নিঝুম রাতে!