তুমি কোথায় ঝরবে? আমার শরীর ছাড়া!
আমি এখানে, সেখানে সবখানে আছি,
চৌচির মৃত্তিকা।
যেন কতকাল পরে নামলে তুমি,
তৃষ্ণার্ত এ শরীরে!
তোমাতে লেপ্টে কি সুখ নিলেম! ঘন আঁধার এ আষাঢ়ে।
ফোঁটায় ফোঁটায় ঝরলে তুমি,
মোর উলঙ্গ গায়ে।
আবৃত যত তৃণ ছিল মোর; তাপদাহে গেছে ক্ষয়ে।
মোর ক্ষত হল তুমিতে পূর্ণ। যৌবন এলো ফিরে!
তুমি যেন মোরে এত জল দিলে, মোর নাক, চোখ চুইয়ে।
ডুবালে মোরে তোমার গভীরে
সবটুকু তুমি দিয়ে।
যেন মৃত্তিকা-জলে মিলন চলিছে নিশ্চুপ আলিঙ্গনে!
রাত্রি জুড়ে চুষেছি তোমারে।মোর দেহ আর প্রাণে!
পুষ্ট দেহে যখন জেগেছি তুমি মোর সবখানে।
কচি তৃণ জাগে ফের নব জন্মেতে,
সুপ্রভাত হে তৃণ, নরমের এ তল্লাটে।