কত পথ পাড়ি দিলে
কত শহর নগর ঘুরে এলে
কত বন্দরে ভেড়ালে তোমার নৌকা
পৃথিবীর কোন অদেখাই
তোমার দেখার বাকি নেই আর!
জগতের তাবৎ ভ্রমণ পিপাসুরা
তোমাকে দেখে ঈর্ষায় রত!
যদি আবার আসত ফিরে ধরায়
মার্কোপলো, ইবনে বতুতা, ফাহিয়েন
কিংবা হিউয়েন সাং
তোমাকে দেখে তারা বিস্ময়ে মুখ লুকাত!
পাহাড় পর্বত জলরাশি কিংবা মহাকাশ
কোথায় পড়েনি তোমার ছাপ
তুমি জগতের সব প্রান্ত ঘুরে অবশেষে
জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ালে
দুনিয়া দেখার আত্মগর্বে
চোখে তোমার তৃপ্তির আভা!
ওহে বন্ধু
দুনিয়ায় এত বন্দরে তুমি পৌঁছালে
কিন্তু ভিড়ালে না নৌকা তোমার হৃদয় বন্দরে
সব জানা হল, সব চেনা হল, দেখা হল সব
শুধু হৃদয়ের অলিগলি চিনলে না তুমি
নিজ হৃদয়ের কাছে তুমি এক অচেনা পর্যটক!