এখনো সূর্য ঢাকা পড়ে আছে তুষারে
বরফে ঢেকে আছে ওক গাছের সারি
বড় আয়েশে চায়ের কাপ হাতে বসে
সাদা চামড়ার এক ইউরোপীয় দম্পতি।
খুবই স্বাভাবিক দৃশ্য এটা
মিষ্টি সকালে এক কাপ ধোঁয়া উঠা চা
কিন্তু ক'জন জানে পিছনের গল্পটা?


১৪৯২ সাল
কলম্বাস করলেন এক আবিস্কার!
আমেরিকা! এক অজানা মহাদেশ!
উর্বর ভূমি, অপার সম্ভাবনা।


কূপমণ্ডূক,  কুসংস্কারাচ্ছন্ন ইউরোপীয়  সমাজ
দস্যু বৃত্তি ওদের প্রধান কাজ
এ উর্বর ভূমি তবে কে করবে চাষ?


দূর্জনের ছলের হয় না অভাব
আফ্রিকার কোল জুড়ে নেমে আসে ত্রাস
লক্ষ কোটি কালো মানুষকে করে দাস
যাদের কিছু মরেছে আটলান্টিকে
কিছু মরেছে আমেরিকার নিষ্ঠুর ভূমিতে
বাকি যারা টিকেছিল হয়েছে মাংসল যন্ত্র
আমেরিকার ভূমিতে করেছে আবাদ!


যে ইউরোপীয় দম্পতি আজ চা পানরত
তাদের চিনি এসেছে ব্রাজিলের কালোদের হতে
আর চায়ের পাতা এসেছে ভারতীয় কলোনি হতে।


ওরা অসভ্য হতে সভ্য হয়েছে
দাসের রক্তের প্রতি ফোঁটা দামে!


আমেরিকার হোয়াইট হাউস, ব্রাজিলের মারকানা
ইউরোপের চোখ ধাঁধানো কংক্রিট উন্নয়ন
উপচে পড়া ভোগের পেয়েলা
সবকিছুতেই লেগে আছে কালোদের ঘাম!


ওদের চোখে কালোরা আজও অসভ্য
অথচ বিশ্বজুড়ে চূড়ান্ত অসভ্যতা করে
ওরাই সভ্যতার শ্রেষ্ঠ দাবীদার!