এইখানে এই নিরব বকুল ঝরা সন্ধ্যায়
কেগো নিরালায় নির্জনে একলা ঘুমায়?
আযান হাঁকে নীল মসজিদে বড় করুণ সুর
মৃত্যুর মাঝে জীবনের ব্যবধান না জানি কত দূর?
কবরের গায়ে শিশির ঝরিছে উড়িছে ধূলা মাটি
দুদিনের পথিক ক্লান্ত হয়ে এখানেই গেড়েছে ঘাটি।
পৃথিবী তারে বাধেঁনি মায়ায় বড় অভিমান এ বুকে
বড় জ্বালা বয়ে পৃথিবীর পরে কবরের গায় মূখ লুটে।
মিছেই মায়া সবই কায়া মিছে প্রেম প্রীতি স্নেহ বন্ধন
মিছেই প্রিয়ার গোপন চাহনি মিছেই অবুঝ ক্রন্দন।
মিছেই জীবনের রংধনু সাত রং সকলি বুঝি অভিনয়
দুদিনের তরে এসেছিল পথিক কামনার রং হয়েছে ক্ষয়।
যদিগো কারো মনেতে ব্যাথা দিয়ে থাকে এ দুদিনের অতিথী
যদি কোন ভুল করে থাকে সে দিবস রজনীর কোন তিথী
তবে সব ভুলে মনের দূয়ার খোলে দিওগো ওগো তারে ক্ষমে
নিরলে নিভৃতে গোপন কোটরে দু ফোটা জল দিওগো তারে।