- - - - - - - - - - - -
কতদিন শরৎকে খুঁজতে খুঁজতে হয়ে গেছি হয়রান
তা তোমাকে বলা হয়নি কবি
এই বাংলার আকাশে বাতাসে এখন আর শরৎ আসেনাকো
কমলার কোয়ার মত কমলা রংয়ের মৌন বিকেলে।
সাদা মেঘের সাথে পাল্লা দিয়ে এখন আর ওড়ে নাকো -
অজানায় পাড়ি দেয়া শ্বেত বলাকার সারি
হারিয়ে গেছে হায় ভোরের শালিক, ময়না টিয়ে ভীষন
অভিমানে।
কতদিন শিউলী ফুল খুঁজেছি এখানে ওখানে সেখানে
খুঁজেছি মল্লিকা, মাধবি,ছাতিম,দোলনচাঁপা, বেলি,
জারুল, মধুমঞ্জুরি, নয়নতারা, স্থলপদ্ম, সন্ধ্যামণি।
গাড়ির কালো ধূয়ায় দেখেছি বিবর্ণ কাশফুল, পাশে মৃত
ঘাসফড়িং,
ওরা নির্বাক চেয়ে চেয়ে বলেছে আমি যেন -কবিতায় ওদের
কথা না বলি!
কবি তুমিতো শরৎ দেখেছো, ভোরের শিশিরে ভিজিয়েছ পা
দেখেছ শিউলী ফুল হাতে রক্ত জবার মত বালিকার হাসি
দেখেছো সাদা শাপলা, নীল আকাশ, টলমলে ঝিলের জল।
আমিতো শরৎ কে পাইনা আজ তোমার কবিতার মত
সেতো আর আসেনা কাশফুলের শুভ্র সজিবতা নিয়ে
আগের মত তাই আমি আর শরৎ দেখিনা, শুধু খুঁজে ফিরি!