যদি কোনদিন এই শান্ত মনের অশান্ত সমুদ্রে
হারিয়ে যাও তুমি কোন পথহারা নাবিক
সেদিন যেনো বন্ধু এ মনের রহস্যের জাল ছিড়ে
তুমিতো পারবেনা হায় তীরে পৌঁছাতে!
আকাশের ও হয়তবা আছে সীমানা প্রাচীর
মহাশূণ্যের ও হয়ত আছে কাল্পনিক রেখা
অতল সমুদ্রেরও আছে তল
হিমালয় কিলামানজারোও একদা থামে।
কিন্তু যেনো বন্ধু আমার এ মনের -
নেইতো সীমারেখা, নেই কোন সীমানা প্রাচীর
সকল নভোচারী পৃথিবীর তাবৎ রকেট নিয়ে আসুক
খুঁজুক আমার এ ছোট্ট মনের সীমারেখা
লক্ষ বছর পেরিয়ে যাবে পলকে
পাবেনাতো এ মনের সীমানা!
সেখানে তুমি বন্ধু মিছেই ভুল বুঝ
মিছেই খুঁজে ফের এ মনের রহস্যের জাল
এ যে বিধাতার আরেক খেলা
ছোট্ট মনে একেছে অসীম অসীমতা!