ভালোবাসবে এসো -
আমার জমানো বেদনা থেকে তোমায় দেব কিছুটা
বুুঝবে তখন তুমি এক ব্যথাতুর হৃদয়ের গোপন কথা
দেব হিমালয়ের বুক চিরে নেমে আসা যন্ত্রনার বিষ
মাটির গভীরে লুকানো লাভার জ্বালা অহর্ণিশ।
দেব কাঁটায় কাঁটায় বিছানো এক সু বিশাল বাগান
আঁধার রাত্রীতে কোকিলের কন্ঠে বেদনার গান
নীল কন্ঠ বিষের নীল কন্ঠী হার দেব তোমায়
বাস্তবতার হেমলক পড়াব তোমার পায় !
যদি ভালোবাস -
হাত ধরে পাড়ি দেব তপ্ত বালুকার মরুভূমি
পথমাঝে অসহ্য তৃষ্ণায় পিপাসার্ত হবে তুমি
আমার ক্ষুধাতুর শুষ্ক ঠোঁটে হয়ত স্বাত্ত্বনায়
পানি নয় এক ফালি হাসি দেব তোমায়!
নিরব নিশীথে দেখাব দূরের নিহারীকা
আশা নিরাশার উপমা হয়ে শোনবে কামনা
শোনাব ক্ষুধিত শিশুর কান্না, যুদ্ধের সংগীত
সারা পৃথিবীর পরে দেখাব মরণের গীত!


অবশেষে ভালোবাসার নোনাজলে পূর্ণ বেদনায়
ফুটে থাকা এক গুচ্ছ নীল পদ্ম দেব তোমায়!