আঁধার নগরীর আঁধার শর্বরী পাপ তাপে ঘেরা
পরাজিত জীবন শুধুই গ্লানিময় নেই আল হেরা।
ক্ষুধাতুর মানুষের অতৃপ্ত আত্মা দেয় অভিশাপ
পূর্ণিমার চাঁদ হয়েছে রুটি আজ নেমেছে আজাব!
এ নগরী প্রেমহীন, ছায়া কায়া মায়াহীন, বোমার শহর
ক্ষমতা মঞ্চে কোকিলের কন্ঠে সুরেলা নহর!
পুড়ছে রোজ রোজ মানুষের চামড়া চলমান কাবাব
গালির নগরে গালি দিয়ে হীনতা ঢাকার স্বভাব!
আফ্রিকার জঙ্গলে হাসে বোকো হারামে এ নগরী দেখে
হায়েনারা পালিয়েছে আমাজানের অরণ্যে খুব যে লাজে!
সুন্দরবনের গভীরে বাঘের নেতৃত্বে পশুদের হাসি
তার পাশে এ নগরীর আধুনিক মানুষের শুধু রেশারেশি!
এ শহরে কবি নেই কাকেরাও চলে গেছে অনেক দূরে
পাখিহীন কবিহীন যান্ত্রিক রোবোটেরা থাকবে পড়ে!