কোন এক প্রেমহীন সন্ধ্যায়
অতৃপ্ত প্রেমের মিথ্যে আবেগে
কাকের বাসায় কোকিল!
বলেছিল এনেছি তব বসন্ত
দক্ষিন দূয়ারে মিষ্টি সমীরণ
শিমুল পলাশ ফুল!
বোকার পোষাকে চালাক কাক
হেসেছিল নিরামিষ হাসি
এ সন্ধ্যা বড় ভালোবাসি!
তবে যাও নিয়ে এসো তাই
যদি চাও দিতে কিছু
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়!
বড় পিরীতি কাকের রীতি
তবে বন্ধু চলুক গীতি
আনিয়া দেই প্রেমের দ্যুতি!
গিয়েছে কাক একলা বাসা
এইতো ছিল কোকিলের আশা
কাকে ফুটাবে কোকিলের ছা!
তারপর হায় কোকিল কোথায়
কোকিলের স্বপ্ন কাকের বাসায়
কাকের স্বপ্ন ধূলায় লুটায়!