ওরা কারা ছাত্র পরিচয়ে প্রাচ্যের
অক্সফোর্ডে
কলংকের দাগ এক দেয় রক্ত পলাশের
বুকে
সভ্যতার বিদ্যাপীঠে ইতিহাসের
ক্যাম্পাসে
ওরা কারা? অসভ্য, ইতর, কীটের
বেশে!
ওরা কারা ঘুরে বেড়ায় বাঙালীর
স্বপ্ন রথে
বঙ্গভঙ্গ রদে যা প্রলেপ এঁকেছিল
ক্ষতে।
বাঙালীর সাধ বাঙালীর স্বপ্ন
বাঙালীর যা অর্জন
দেখো আজো এ সবুজ ক্যাম্পাসে
থেমে থেমে দেয় গর্জন।
যেখানে রচেছে সাতচল্লিশের
স্বাধীনতার গল্প বোনা
অ আ ক খ থাকবে পাতায় জেগেছিল
কল্পনা
দুনিয়া কাঁপানো ত্রিশ মিনিটের
তপ্ত লাভার স্রোতে
যেথায় এসেছিল মায়ের ভাষা সকল
বাঁধা ফোঁড়ে।
ওরা কারা এ স্বপ্ন ঘেরা পবিত্র
জমিনে
আইয়ুব থেকে এরশাদের স্বপ্ন
ভেঙেছিল যেখানে
গণতন্ত্র যদি কথা বলে ঐ জাতীয়
সংসদে
তবে গণতন্ত্রের চারণ ভুমি এ সবুজ
ক্যাম্পাসে!
যেথায় ঘুমিয়ে আছে কাজী নজরুল
বিদ্রোহের আবডালে
সেথায় ওরা কারা মুখোশের
আড়ালে ছাত্র পরিচয়ে?