যদি চলে যায়
কোন অবেলায়
গানের পাখি
জল এসে যায়
মন কাঁদে হায়
ছল ছল আঁখি।
তবু কেঁদোনা
নিয়ে বেদনা
গভীর গোপন
যা হারায়ে
তারে ফিরায়ে
আনবে কেমন?
ওগো পাখি-
দেখেছি পালক
চেয়ে অপলক
শোনিনিতো গান
তাই কি তুমি
থামালে বাঁশি
নিয়ে অভিমান?
যদি বান ডাকে
এ অশান্ত হৃদয়ে
শুষ্ক মরুভূমে
কেগো শোণাবে
তোমার মতনে
আবেগ মিশায়ে।
যা ছিল ভুল
দিও তুমি ফুল
সব ভুলে যেয়ে
আমরা বেভুল
তাইতো আকুল
তোমার বিহনে।