কোন এক কৃতি শিক্ষার্থী সংবর্ধণায়
আমি ছিলাম অতিথীর আসনে
সেথায় নেমেছিল লাল নীল স্বপ্ন
লক্ষ তারাকে ছুঁয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে!
অনুষ্ঠানের শুরুতেই মঞ্চে দাঁড়ানো শিশুটি
তার স্বপ্নীল চোখ বুলিয়েছিল শ্রোতাদের দিকে
অনভিজ্ঞ কাঁপা কন্ঠ কেঁপে কেঁপে উঠে
তবুও মুগ্ধতায় শ্রোতাদের আগ্রহ বাড়ে।
আমার আজকের এ ভালো ফলাফলের পিছনে
প্রথমেই অসীম কৃতজ্ঞতা আমার শিক্ষক মন্ডলীকে
আর সবার উপরে আমার মা
যার অবদান না থাকলে এসবের কিছুই হতোনা।
আমার মায়ের কাছে আমি চিরদিন ঋণী
অসীম মমতায় সবটুকও ভালোবাসা দিয়েছেন যিনি।
আমি তখন চট করে শ্রোতাদের আসনে বসে থাকা
কৃতি ছাত্রটির মায়ের দিক তাকিয়েছিলাম
তার চোখের কোণে জমেছিল কিছুটা জল
মূখের কাছে নিমিষেই এসেছিল শাড়ির আঁচল।


মায়েরা এভাবেই তাদের সবটুকও কৃতিত্ব লুকাতে চায়!