সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য
সুন্দর প্রস্তাব। তবে এডমিন সাহেব
কবির হুমায়ুন
ভাইয়াকে নিয়ে যে উদ্যেগটা নিয়েছেন
সেটাও খুব ই সময় উপযোগী।
বিষয়টা হলো আমাদের এক জায়গায়
বসা দরকার। সে ক্ষেত্রে এডমিন সহ
যারা ঢাকা বা এর আশেপাশে আছেন
তাদেরকে নিয়ে একটা ছোট মিটিংয়ের
গুরুত্ব ও কম নয়। যেহেতু হঠাত্
করে সবাইকে নিয়ে একটা বড় অনুষ্ঠান
করা একটু কষ্টের ব্যাপার
সেক্ষেত্রে আপাতত ঢাকা সহ
আশেপাশের কবিদের
নিয়ে একটা অনুষ্টান
করে পরবর্তী কর্মসূচী ঠিক
করা যেতে পারে যাতে সারা বিশ্বের
কবিতার আসরের কবিদের
নিয়ে কিভাবে আরো সুন্দর
ভাবে এগিয়ে যাওয়া যায়। হঠাত্
একটা বড় অনুষ্ঠান এ প্রযুক্তির
যুগে কঠিন কিছু নয় তবে কেন্দ্রীয়
ভাবে বসে একটা সিদ্ধান্ত
নিয়ে করলে আরো বেশি ভালো হবে।
যেহেতু মাত্র কয়েকজন লোকের
চিন্তায় বাংলা কবিতা এত দূর
এগিয়েছে সেহেতু এ ধরনের
একটি সভা থেকে গৃহিত
কর্মসূচী বাংলা কবিতাকে অনেক দূর
এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস।
তাই আমি বলব আগে ছোট
একটি প্রোগ্রাম করা মানে অন্যদের
অবহেলা করা নয় বরং অন্যদের
নিয়ে এগিয়ে যাওয়ার একটি প্লাট ফরম
তৈরী করার বৃহত্ পদক্ষেপ।
মনে রাখতে হবে ছোট ছোট
ভূমি কম্পের পরেই বৃহত্ ভূমি কম্পের
সৃষ্টি হয়। তাই আপাতত
যে উদ্যেগটি নেয়া হয়েছে সেটির
এজেন্ডা হতে পারে কিভাবে আমরা সমস্ত
কবিদের এর সাথে যুক্ত করতে পারি।
বাংলা কবিতার পথ চলা শুভ হোক।
ধন্যবাদ মৃদুল ভাইয়াকে।