মরুর নিস্তব্ধতা জেগেছে মনে
লু হাওয়া বইছে যেন ক্ষণে ক্ষণে
তৃষ্ণায় ফাটে বুক, কি এক শূন্যতা
এক সাগর পানিতে, মিটবে না তিয়াসা!
এ তৃষ্ণা শুধুই কি আমার একার ?
কারবালা সম এক ক্ষুধ পিপাসার
সিংহল দ্বীপ হয়ে বাংলা মুল্লুকে
আরাকান রাজ হতে দূর জাভা দ্বীপে
একি গান একি সুর জেগেছে দেশে দেশে
চীনের উইঘুর হতে আল আকসার প্রাঙ্গণে!
হেরার গুহা হতে যে আলো ছুটেছে
অন্ধকার সভ্যতায় আলোক বাতি দিতে
সে আলো আজও আছে পৃথিবীর পথে
হেদায়েত যে পেলো খোদার দয়া হতে!
বেলা শেষ; দিবসে লেগেছে তিমিরের রঙ
পেয়ালায় খাবার, গ্লাসে নানা শরবতের সঙ
ফাটুক ফাটুক বুক ক্ষুৎপিপাসায়, মরু তৃষ্ণায়
সারা পৃথিবী জুড়ে বিশ্বাসীরা নির্দেশের অপেক্ষায়
অতঃপর খোদা শোনালেন এলান, আল্লাহুআকবর
মরুর বুকে বৃষ্টি নামে, বিশ্বাসী পিয়ে আকন্ঠ সরোবর।