হায় আমি এ যমানার কেউ না হয়ে
যদি ঘাস হতাম মদিনার পথে
যে পথে আমার রসূল করতেন নিত্য চলাচল
তাঁর পবিত্র কদম মোবারক লাগত আমার গায়।
অথবা হতাম যদি বয়ে যাওয়া এক পলকা বাতাস
রসূলের পবিত্র দেহ মোবারক চুমে
দিতাম শীতলতায় ভরিয়ে!
হায় হতাম যদি এক পশলা বৃষ্টি
বদরের প্রান্তরে
নরোম মাটি শক্ত হত যুদ্ধের ময়দানে
আনন্দে আমার রসূল করতেন শুকরিয়া।
কিংবা হতেম যদি তুণীর তীর ওহুদের মাঠে
নবীর হাত ছুঁয়ে বিঁধতাম নারফরমানের গলে
তবুও এ জীবন ধন্য হত মোর
মদিনার পথে প্রান্তরে অলিতে-গলিতে
ইট পাথর কিংবা কিছুটা একটা হয়ে রাসূলের ছোঁয়া পেলে!