তোমার হৃদয় পাখির মত হোক
নরোম কোমল মায়াবী মায়াময়
তুমি ক্রমশ হয়ে যাচ্ছ শক্ত হৃদয়হীন
এমন শক্ত যা কোন পাথরও হয় না।


কিছু পাথর এমনও আছে চেয়ে দেখ-
যার বুক চিরে ছুটে চলে নদী, নালা, ঝরণা।
কিছু পাথর এমনও আছে চেয়ে দেখ-
যাকে আঘাতে তার মাঝে ঝরে জলের ধারা।
কিছু পাথর এমনও আছে চেয়ে দেখ-
যে ধ্বসে পড়ে তার আপন প্রভুর ভয়ে!


তুমিতো সে পাথরের চেয়েও রুক্ষ কঠিন
পাথরের মাঝেও প্রাণ আছে, অনুভূতি আছে
তোমার হৃদয়ে প্রাণ নেই, অনুভূতি নেই
মানুষের প্রতি ভালোবাসা নেই, সংবেদনহীন
এক পাথুরে হৃদয়,  যেন এক শুষ্ক মুরুভূমি
তুমি এমন এক পাথর; যা বাস্তবেও নেই!


এ পাথুরে হৃদয় নিয়ে-
তুমি হেঁটোনাকো পৃথিবীর পথে পথে
এ শুষ্ক হৃদয়  শুধু ধ্বংসই ডেকে আনবে
যদি হতে পার- কোন পাখির হৃদয়
তবে হেঁটে যেও; পৃথিবীর  সব পথের বাঁকে।