এঁদো পুকুরে মাছ ধরার সময়ে
যে মাছটি হাত ফসকে চলে গেল
দিনশেষে সে মাছটি অন্য মাছের চেয়ে
বড় মনে হয় যা ধরা পড়েছে হাতে!


যে ট্রেনটি একটুর জন্য ছেড়ে গেলো
ভ্রমণের  সব আনন্দটুকু সে নিয়ে গেলো
এরপর যত ট্রেনে চড়েছি দিবারাত
ঘুরেফিরে সে ছেড়ে যাওয়া ট্রেন মনে পড়ে!


যেদিন বৃষ্টি নামি নামি করে নামল না
সেদিন বৃষ্টিতে ভেঁজার বড় লোভ ছিলো
এরপর কত ঝড়ো হাওয়া বইল, কত বৃষ্টি এলো
তবুও সে না নামা বৃষ্টির কথা মনে পড়ে!


সুখ কেবলই ফসকে যাওয়া কিছু
যা কখনোই ছোঁয়া হয় না
ঘুরেফিরে আসে বারেবারে
বালিয়াড়ির বুকে মরিচীকা হয়ে!