----------------------------
কে ঐ অন্ধকারে চলছে ছুটে ধীর লয়ে
কে দেখে তারে চলছে যে নিরব এ রাতে।
ওগো চাঁদ তুমি ডুবে যাও চেওনা তার পানে
দিনের আলোয় প্রতাপশালী রাতে দীন হীনে!
ও আকাশ তুমি দেখনা এ গোপন ইতিহাস
হে নিরব রাতের তারা তুমি ভুল এ অবকাশ!
চলেছে ফেরাউন!!!
নিজেরে সে ইলাহ বলে দিয়েছে পরিচয়
নীলে পানি নেই সেই হাহাকারের ইলাহি হবে যে ক্ষয়!
এমন দূর্যোগ দিনে কে আছে আসবে পাশে বসি
ইলাহির তখত নড়বড়ে ছিড়ে যায় যে রশ্মি!
যার নাম নিয়ে কত জনের হায় গিয়েছে গর্দান
তারি পানে আজ নিরব রাতে মোনাজাতে এ নাদান!
জানিনা সেদিন পৃথিবীর ঘূর্ণন থেমে ছিল কি না
জানিনা সেদিন সাগরের স্রোত থমকে ছিল কি না?
অধম ফেরাউন!!
হাত তোলেছে তোমার পানে ওগো মহা মহিয়ান
ওগো ইলাহ, দয়ার সাগর,  রহিম রহমান!!
কেউ না জানুক আমিতো জানি তুমিই স্রষ্টা
তুমি আমার রিযকদাতা তুমিই পালনকর্তা!
আমিতো নাফরমান!
চাইনা কিছু তুমি যা দিবে আমার মরার পরে
যতদিন বাঁচি এ দুনিয়ায় যা চাই দাও মোরে!
শোন প্রভু কাতর কন্ঠে আমার এ ফরিয়াদ
দুনিয়ার বাদশাহি দাও, আখিরাতে খালি হাত।


দিলেন স্রষ্টা তারে মৃদু হাস্য ভরে!


এসেছে জীবরাইল ছদ্মবেশে ফেরাউন না চিনে
শুধায় তারে - বলত যে দাস প্রতারণা করে নিজ মনিবে
বল বল কি শাস্তি দেওয়া যায় তারে বল বল হে
দৃঢ়স্বরে বলে ফেরাউন - তারে মারব ডুবিয়ে নীল নদে!!
তাই দাও লিখে এ কাগজে দস্তখত করে
ফেরাউন জীবরাইলের কাগজে লিখে দেয় গোপনে!
খোদার লীলা কে বুঝিতে পারে?
এযে অধম তোর মৃত্যু পরোয়ানা নীল নদে!
ইতিহাস আজো কথা কয় নীলের বুকেতে
খোদার রহম দূরে ঠেলে ফেরাউন মরেছে ডুবে ডুবে!!