একদিন ঘুম ভেঙে দেখি-
পৃথিবীর সব পাখিরা কাক হয়ে গেছে
পৃথিবীর সব ফুলেরা হয়েছে কালো
প্রাণীতে নেই কোন ভেদ, সবাই একি!
কুকুর, বিড়াল নামে আলাদা কিছু নেই
সব মানুষের উচ্চতা এক, চেহেরা এক
সবার নামও এক, বংশ, গোত্র সব এক
পৃথিবীর সব পাড়া, মহল্লা, গ্রাম সব এক
আলাদা করে কিছুর নাম নেই!
ওপাড়া, এপাড়া, ও লোক, সে লোক
ও পাখি, ও ফুল বলে আর কিছু নেই
সব এক, পৃথিবী এখন সমতার মঞ্চে;
এখানে কোন ভিন্নতা নেই, কোন মত
কোন পথ, কোন তত্ত্ব নেই, রং নেই;
কোন বর্ণ, গন্ধ নেই, জিহ্বায় স্বাদ নেই।
একদিন কিছু শক্তিমান বলেছিল
প্রগতির পথে চলতে হলে সবে এক হও
তাদের আহ্বানে সাড়া দিয়ে সবে এক হয়েছে
এখানে ভিন্ন সুর, ভিন্ন গল্প বলে কিছু নেই।