একটা শহর খুন হয়ে যায় একটা শহর
চোখের কোনে ঘুম আসে না ক্ষণিক প্রহর
একটা শহর অনেক আশার ফানুস ওড়ায়
অনেক স্বপ্ন অনেক কথার ফুলকি ঝরায়।
কেউ দেখে না সেই শহরের কান্না গোপন
কেউ বলে না তুমি কেন কাঁদছ অমন?
সেই শহরে ফুল ফুটে না অনেক বছর
পাখিরা সব চলেই গেছে কাকের বহর।
একটা শহর খুন হয়ে যায় একটা শহর
কেউ দেখে না সেই শহরের নোনতা নহর!
কেউ বলে না সেই শহরে আলো আসুক
ফুলের ঘ্রাণে পাখির গানে প্রাণটা ভাসুক।
সেই শহরের বুকে ক্ষোভের গভীর ক্ষত
সেই শহরে তবুও চলছে সবে অবিরত।
একটা শহর খুন হয়ে যায় একটা শহর
কেউ নিলো না সেই শহরের দুখের খবর।