কত কুয়াশা জড়ানো সকাল তোমায় ডেকে গেল
কত পাখি গেয়ে গেল কুয়াশার ওপাড়ে
ধনে পাতায় ঝরে গেল কত শিশির কণা
খেজুরের পাতা চুয়ে নেমে গেল কত হিমেল পরশ।
তুমি দেখলে না-
তুমি কত হতাশায় পুড়ে যাও রোজ
বার্লিন প্রাচীর ভেঙে গেল, ক্ষয়ে গেল তাজের পাথর
যমুনার কালো জলে থেমে গেল কত প্রেমের স্রোত
এভারেস্টের চূড়ায় জমেছে শুভ্র সাদা বরফ
সেথায় পড়েছে সুর্যের আলপনা
সেই তুমি দেখলে না তাই এত আনমনা।


সোঅফের দুনিয়ায় হাজার প্রতিযোগিতায়
তুমি রোজ যাচ্ছ হেরে কত কি না দেখায়!
এই যে তুমি এত কি ভাবছ বসে উষ্ণ বিছানায়
ঠিক তখন উঠোনের কোণে দেখ মাকড়সার জালে
আটকে পড়েছে শুভ্রতায় ভেজা এক খন্ড কুয়াশা!