ইতিহাস নিজেই তাঁর ছবি আঁকে
যতদূর চোখ যায় একটি বদ্বীপ
একটি লাল সবুজের পতাকা
একটি মানচিত্র, আর একটি নাম- বঙ্গবন্ধু।
ব-তে বাঙালি আর বাংলাদেশ,
কৃষকের জন্য একমুঠো বিশুদ্ধ আকাশ,
ঢেঁকিঘরে এক চিলতে রোদ এনে দিতেই যার জন্ম
তাকে কি আর আটকে রাখা যায় টুঙ্গিপাড়ায়?
সে তো মুজিব,
ম-তে মুক্তিযুদ্ধ আর মাতৃভূমি
যার নামে শিশু মায়ের স্তন ছেড়ে
ভেজা চোখে তাকায়।
পুরনো টিনের চালে বৃষ্টিরা ছন্দ তোলে
মুজিব, মুজিব আর মুজিব।
মুজিব মানেই বায়ান্ন,ঊনসত্তর, একাত্তর
স্বাধীনতা, সব-সবই।
যার নামে শানিত হয় রক্ত
আগষ্ট এলেই আরো একটু বেশি,
লজ্জায় মাথানত হয়,ইতিহাসের একি নির্লজ্জ ছবি!
৩২ নং বাড়ির দোতালার সিঁড়িতে রক্তের স্রোত
কালো কাপড়ে মোড়া মুখ,
নাকি, ইতিহাসের কালো অধ্যায়?