বহুদিন মাছরাঙার নীরব চাহুনী দেখেছি
রক্তাক্ত ইতিহাসের পাতায়,
শতাব্দীর পর শতাব্দী
সাম্যবাদের গান শুনেছি,
কিন্তু বিবর্তনের পাণ্ডুলিপিতে লেখা হয়েছে কেবল সাম্রাজ্যবাদের গল্প।
চেতনার ভায়োলিনে বেজেছে করুণ সুর।
অট্টালিকার পর অট্টালিকা
পুঁজিবাদের পেটে জমেছে মোটা চর্বি,
কর্মব্যস্ত বুলডোজার গুড়িয়ে দেয় বিপ্লবীর শরীর,
সময় বদলায়,
স্বাধীনতা ভাগাভাগি হয়
কাঁচের ঘরে মিলিত হয়-
চিল, শকুন আর মাছরাঙা।
মৌনতা ভেঙে খটখট খড়মের শব্দ
গ্রেনেডে গ্রেনেডে বিধ্বস্ত হয় -
সভ্যতার আর একটি মসনদ।
মায়ের জঠর ছিড়ে বের হয় আগামী
একটু বিশুদ্ধ অক্সিজেন চাই, অক্সিজেন।