'
     আমি কি তোমার জীবনের সেই না বলা অধ্যায়?
          যে ছিল অনুভূতির বাগান, স্বপ্নের সুরাগ,
বীণায় হারানো সুর, স্মৃতির স্পর্শে ভাসিয়ে নেওয়া সময়ের রঙ।
      জ্যোৎস্নার আলো জুড়ে থাকা স্বপ্নের অবসর।


                আমি কি সেই অব্যক্ত অধ্যায়?
যে প্রেমের স্পর্শে পথ হারিয়ে, ভাসিয়েছে নিজেকে শূন্যে
                    করেছে নিজেকে শূন্য।
বিষাদের রাতের অন্ধকারে হলুদ চাঁদ কেও করেছে বিষণ্ণ।
           আমিতো সেই গোপন করে রাখা অধ্যায়।
     যে ছিল স্বপ্নের নীল আকাশ, মুক্তির অমৃত ধারা।
যাকে তুমি রেখেছো আলোর বিপরীতে, অন্ধকারে লেপটে।


কোন সেই সুখের সন্ধানে তুমি এ অধ্যায় লুকিয়ে রাখ মনের গভীরে?
     তবে কি তুমি জীবনের বাজারে খুঁজে পেয়েছ তারা?
                     হারানো স্বপ্নের আলো।