প্রিয়।
যত চপল যত চঞ্চল বস্তু বা বিষয়
সবই থাকে নীরবতার অপেক্ষায়।
সেই সময়ের প্রতিক্ষায়,
যখন নিস্তব্ধতা অতিক্রম করে চঞ্চলতা।
হয়তো সেই নিয়মেই,
আমার এই চঞ্চল চোখ যেন
হয়েছে আজ শান্ত।
পড়েছে সেই চোখের মায়ায়
যার ভাষা অনন্ত।
যার নীরবতার মাঝে খুঁজে
পাওয়া যায় নবদিগন্ত।
এই চোখ তুমি কোথায় পেলে প্রিয়?