শুধুই ফাগুন করে বিরাজ
আমার কালপঞ্চি জুড়ে।
পঞ্চস্বর এসে জুড়ায় হৃদয়
মিষ্টি মধুর সুরে।
মধুপেরা সব উড়ে বেড়ায়
ফুলে ফুলে করে নৃত্য।
তোমার চেতনায় মুখর আমি
উন্মাদ আমার চিত্ত।
চিত্ত আমার জুড়ায় পরে
তোমার চোখে চেয়ে।
বসন্তই আসে বারে বারে
তোমায় কাছে পেয়ে।
দৃষ্টি আমার আটকে দাড়ায়
থমকে যায় এ পলক।
স্নিগ্ধ হাসি হেসে যখন
খেলাও তোমার অলক।
আমার এই রত্নি তোমার
অলকের কাছে চেনা।
তোমায় নিয়েই আমার যত
স্বপ্ন আছে বোনা।
তোমার হাতটি ধরে আমার
স্বপ্ন হবে পূর্ণ।
জয়ের ধ্বনি আসবে মুখে
চোখে সুখের অর্ণ।
মৃদু হাওয়া বয়যে বনে
আকাশ রয় শান্ত।
তুমি সাথে আছো বলেই
মধুর এই বসন্ত।
রঙ্গিন যত আছে ফুল
ফুটবে চারি প্রান্তে।
ফুলেরা সব শোনাবে গান
আমাদের এই বসন্তে।
শুনব দুজন ফুলের গান
সকাল হতে সায়ন্ত।
তোমায় নিয়েই কাটবে আমার
এই চিরবসন্ত।