স্বাগত আমার প্রিয়
আন্তরিকভাবে
সব ভালবাসা শ্রেয় !

যাক না সব গ্লানি
প্রার্থনায় শুধু তুমি
সূক্ষ্মভাবে কাছে পেয়েছি ৷

তোমার ভুলগুলি
ফুল হয়ে ফুটেছে
নির্দেশিত প্রার্থনার সাথে।


যদি কিছু হয়, তোমাকে পেয়ে
আমি জিতে গেছি
মনের শান্তিতে।

জয় আমার তোমার
যদি রাখি সারাজীবন জন্য লেনদেন হবে পাক্কা
ইতিবাচক কম্পনের সাথে ধাক্কা।

শুভ হোক আমাদের পথচলা
শুভ হোক হাতে হাত রাখা
শুভ হোক আমাদের দাম্পত্য
শুভ হোক ভালবাসার আসক্তি ৷