পাখি গান করে , আমার স্বপ্নপূরীর দেশে ৷
কিচিরমিচির ডাক, নিত্যদিন আসে ৷
মুখরিত বাগান , সুখরিত ডাক
দ্বীপ ঝাড়ে বাঁধনে ঝাকে ঝাক !
দিগন্তে বাসা ছেড়ে খোঁজে ,
অরন্য নিবির ডালের খোঁজে !
ডাকাডাকি অনুকূলে পাব বুঁজে "
চিরহরিৎ প্রবেশে খেঁচর , গুন গুন গান বাঁজে ৷
ভাই কথা কও ! ভাই কথা কও !
ডাকছে কলধ্বনি খেঁচরের কেউ ৷
চৈত্রের দুপুরে অর্ক তাপে খা- খা
তৃষ্ণার্ত কাক তাই করে কা -কা !
দোঁয়েল , টুনটুনি , শালিকের প্রিয়তা
মনোবি , কলরব উদার সুরের বর্নতা ৷
ডাহুকের ডাকে কুহু কুহু অধিমূল্য !
হাঁসেতে প্যাঁক প্যাঁক জলেতে সমতুল্য ৷
বিহঙ্গের কলধ্বনি , শুনায় বুজিঁ গানখানি ৷
গলায় যে রসধ্বনি , ভরায় যে মনখানি ৷