অপেক্ষার প্রহরে,
ঘুম নেই চোখে।
রাতের ঝি ঝি আজ,
ডাকে কত সুখে।
হয়তো ঘুমের ঘরে,
তুমি অচেতন।
একটা ফোনের আশায়,
কাঁদে কেন মন।
অপেক্ষার পরিমাপ,
যায়না তো নাতো করা।
প্রেম ইট-বালি দিয়ে,
যায়না তো গড়া।
প্রেমের হাজার প্রকার,
শত শত খেলা।
মাঝে মাঝে যন্ত্রনা,
কষ্টের মেলা।
এতক্ষণে অপেক্ষা,
হল বুঝি শেষ।
ক্রিং ক্রিং ফোনটা,
বেজে উঠলো বেশ।