বোরকা পড়ে সেদিন এলে,
কলেজের করিডোরে।
চিনব তোমায় কেমন করে,
প্রানটা-কেমন করে।
হঠাৎ দেখি আস্তে আস্তে,
এগিয়ে এলে তুমি।
মুখটা খুলেই মিষ্টি হাঁসি,
অবাক হলাম আমি।
আমার কাছে করলে প্রশ্ন,
বোরকা হল কেমন।
বললাম ওগো মনোলতা,
ভালবাসো যেমন,
বলছি কথা আমরা দুজন,
কলেজের এক পাশে।
গোলাপি স্কার্টের মাঝে তোমার,
মিষ্টি মুখটা হাসে।
বোরকা পড়া সেই তুমি,
আমার প্রানের পাখি।
শত কবিতার মাঝে শুধু,
তোমাকেই আমি ডাকি।


লিখাঃ ১১/১০/২০১০