অমর হে তাজমহল,
অমর হে শাহজাহান।
মমতাজ কে ভালবেসে সে,
হয়েছে কত মহান।
শাহজাহান একটা পাথরের মহল,
বানিয়েছে মমতাজের জন্য।
ইতিহাসে টাই পেয়ে,
হয়েছে তা ধন্য।
কিন্তু আমার যদি তার মত,
অর্থ থাকত বেশী,
স্বর্ণ দিয়ে তাজমহল বানিয়ে,
করতাম তোমায় খুশি।
কারন শাহজাহানের চাইতে,
তোমায় বেশী ভালবাসি।
সব সময় দেখতে চাই,
তোমার মিষ্টি হাসি।