মনে পরে কি তোমার,
সেই ছোট্ট রাতের কথা।
হার মেনে ছিল ঝড় তুফান,
এলোমেলো রাতের ঘনঘটা।
জানালাটা ছিল খোলা,
বৃষ্টি দেখছিলাম অবিরত।
জানিনা তখন কয়টা বাজে,
সময় হয়েছে কত।
ফোনটা এই ঝড়ো রাতে,
দিলে আমায় ভালবেসে।
আলো ছড়িয়ে আকাশ-বাতাস,
যেন উঠল সবি হেসে।
হার মানল ঝড় তুফান,
আমাদের কথার কাছে।
জানালা দিয়ে দৃষ্টি দিলাম,
সকালের কতটুকু আছে।
আজ আবার ঝড় তুফান,
জ্বলছি ক্ষণে  ক্ষণে,
কেন জানিনা তোমায় আজ,
পড়ছে এত মনে।


লিখাঃ ১০/১১/২০১১