বয়স আমার অল্প ছিল,
সপ্ন ছিল বেশি।
স্বপ্নের কথা সুনে লোকে,
করত হাসাহাসি।
তবো আমি হাল ছাড়িনি,
সপ্ন দেখা থেকে।
সপ্ন একদিন সত্তি হবে,
জানত কি ভাই লোকে।
সপ্ন ছিল কলেজ যাব,
যাব সবার সাথে।
কাঁধে একটা ব্যাগ জুলবে,
বই থাকবে হাতে।
সপ্ন আমার একটা বাড়ী,
হবে মনের মত।
সেই বাড়ীতে রাকব জিনিস,
থাকব সুখে কত।
সপ্ন আমার মায়ের হাসি,
সপ্ন বাবার মুখ।
সপ্ন গুলো সত্তি হচ্ছে,
মনে পাচ্ছি সুখ।


০৯/০৯/২০১০