কলেজ শেষে কান্ত বেশে,
বসছি বাসের সিটে।
এক বুড়ি মা এসে বলল,
বসব কি তোমার কাছে।
বসুন-না মা বললাম আমি,
হল নাম পরিচয় জানা।
তার দুঃখের কথা শুনে,
হৃদয় মাঝে কষ্ট দিল হানা।
তার নাকি এক ছেলে ছিল,
দেখতে আমার মত।
তাইতো আমার পাশে বসে,
বলছে দুঃখ যত।
বললাম আমি ও বুড়ী মা,
কোথায় তোমার ছেলে।
চোঁখটি মোছ মুখটি তোমার,
ভাসছে চোখের জলে।
বলল বুড়ী মা আমার কাছে,
ঘঠনাটা পাঁচ বছর আগে।
রুবেল নামে ছেলে কে নিয়ে,
যাচ্ছে বাসে চড়ে।
হঠা‍ একটা বিকট শব্দ,
করে দিল সব যে স্তব্ধ।
বাসটা গেল পানির নিচে,
গেলেও তাহার গেল মিশে।
তারপর তার শূন্য হৃদয়,
শূন্য রয়ে গেল।
এক পলক আমায় দেখে নাকি,
তার প্রাণটা ফিরে এল।