মনের কথা মুখে বলা
চুরমার,বেচেঁ আছি-প্রেমের আকুতি
কথার জালে আটকে ফেলা
চোখের নীলে স্বপ্নের বেলাভূমি।
খোঁজে আশ্রয়-অবাস্তব পরিকল্পনা
ডুবুডুবু জল পারঘাটা নদী
মোহনায় বালির বাঁধ-
ধূলিতে ম্লান না হওয়া সান্ত্বনা
মেহেদীর রং,অপূরণীয় সাধ
ভালোলাগার মূল্যদান নয় তুচ্ছ
আলোড়িত মন,ব্যতিক্রম উপহার
যদি হতো কবিতা গুচ্ছ
কী দারুণ!ভালোবাসাতে নেই ভুল
গল্পের ছলে দেয়া সেই নাকফুল।