স্রষ্টার অপরূপ সৃষ্টিকে সবাই চায় জানতে,
দিগন্ত দেখতে ভ্রমণে আসে সমুদ্রের প্রান্তে।

কক্সবাজার সমুদ্র সৈকত কি অপরূপ দৃশ্য,
মনের খোরাক মিলে সেথায়, জানে সারা বিশ্ব।

দেশী-বিদেশী পর্যটকদের চলছে আনাগোনা,
প্রিয়জনকে নিয়ে জানতে আসে যা থাকে অজানা।

অগণিত রঙিন ছাতা পর্যটন আয়ের শিল্প,
ছাতার নিচে বসে বসে কেউবা করছে গল্প।

মুক্ত মনে লুকানো কথার চলে যে গুঞ্জন,
প্রশান্তিতে ভরে ওঠে ভ্রমণকারীর মন।

নয়নাভিরাম নীলাভ জলে ঢেউয়ের কল কল,
ঐশ্বরিক সৃষ্টির মহিমাতে দৃঢ় হয় মনোবল।

আনন্দ উল্লাসে মেতে ওঠে মনের সুপ্ত অনুভূতি,
সমুদ্রের জলে ছুটাছুটি যেন এনে দেয় সম্প্রীতি।

বাহারি রঙের পোশাক পড়ে তোলা হয় কত ছবি,
মনে হয় যেন সিনেমার জন্য তৈরি হচ্ছে মুভি।

মৃদু বাতাসে সৃষ্ট তরঙ্গ শোনায় মর্মর ধ্বনি,
বেদনা মিশ্রিত মরমী সুর, কান পেতে শুনি।

রাতের নিরবতা চিন্তায় আসে উর্মির কোলাহল,
ভাবতে ভাবতে ভাবুকের চোখে এসে পড়ে জল।

সৈকতে দাঁড়িয়ে সাগরের রহস্য রয়ে গেল অজানা,
কি মহিমা তাঁর বোঝা বড় ভার সৃষ্টির ষোলআনা।

                           --- সমাপ্ত ---
    (রচনাকালঃ-২৭/১২/২০২০)