ভালো মনের মানুষ যদি হয় চলার প্রতিবেশী,
পাড়ার সমাজ পূর্ণতা পাবে ষোলকলার শশী।

প্রতিবেশী ভালো হলে মানবে ন্যায়ের ধর্ম,
আপদ বিপদে এগিয়ে আসবে সফল হবে কর্ম।

নিকটবর্তী প্রতিবেশীরা এগিয়ে আসে আগে,
বিষয়-আশয় দুর্ঘটনায় দিনরাত্রি জাগে।

পরশী যারা সমাজকে যদি রাখতে চান ভালো,
প্রত্যেকের প্রতি দেখাতে হবে সহানুভূতির আলো।

সকল প্রতিবেশী ভালো থাকবে সবার মনে আশা,
বিপদকালে এগিয়ে আসবে রাখতে ভালোবাসা।

মুক্তমনের প্রতিবেশী হলে শক্ত থাকে না মন,
চলার পথে ভালো পরামর্শ দিয়ে যাবে সর্বক্ষণ।

প্রতিবেশীর মধ্যে যদি কেউ হয় অহংকারী,
একাই সে সকল মানুষের শান্তি নিবে কাড়ি।

মানসিক অশান্তি মনের মধ্যে সদায় দিবে জ্বালা,
প্রতিমুহূর্ত হিংসার আগুনে পুড়ে পুড়ে হবে কালা।

এদিক সেদিক অন্যের ঘরে নিত্য করে আসা যাওয়া,
মানুষের মধ্যে বিবাধ লাগানোই সকল চাওয়া পাওয়া।

বাকশক্তি তার উচ্চস্বরের, মেজাজ থাকবে চড়া,
অসম্মানের ভাষায় মানুষের সাথে কথা বলবে কড়া।

ধার ধারেনা ন্যায়-নীতি মানতে চায় না আইন,
ঝগড়া-বিবাধ বাড়িয়ে দিয়ে লাগাই রাখে বাইন।

ভাবতো যদি একদিন তার সাঙ্গ হবে সব খেলা,
এমন করে মানুষের মধ্যে বাড়াইতনা জ্বালা।

সারা জীবন কষ্ট দিয়ে কাঁপাল মানুষের সিনা,
তার প্রতি মানবের চিরকালই থাকবে শুধু ঘৃণা।

                       ---সমাপ্ত---
   (রচনাকালঃ-০১/১১/২০১৯)